Saturday, April 6, 2019

৮টি বিভাগীয় শহরসহ ৩২ টি জেলায় আমাদের স্কুল ও কোচিং এর শাখা কার্যক্রম চলছে


Directors

Mohammad Habibur Rahman
Branch Director



Lal Mohammad
Branch Director

Carrer

নিয়োগ বিজ্ঞপ্তিঃ- 

পদের নাম: শ্রেণি পরিচালক
বিষয় সমূহ: ইংরেজি/ Spoken English/ বিজ্ঞান/ গণিত/ বাংলা
বিস্তারিত বিবরণ:
১। শিক্ষাগত যোগ্যতাঃ স্ব-স্ব বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ।
২। ইংরেজি/ Spoken English/ বিজ্ঞান/ গণিত/ বাংলা বিষয়ে পাঠদানে পারদর্শী, পরিশ্রমী ও অধূমপায়ী পুরুষগণ আবেদন করতে পারবেন।
৩। ইংরেজি বিষয়ে আবেদনের ক্ষেত্রে ইংরেজিতে দক্ষতা ভাল থাকলে ইংরেজিতে এম.এ. পাশ না হলেও চলবে। অনুরূপভাবে বিজ্ঞান/ গণিত/ বাংলায় দক্ষতা ভাল থাকলে সম্পৃক্ত বিষয়ে এম.এ. পাশ না হলেও চলবে।
৪। নারী প্রার্থীগণ আবেদন করতে চাইলে অবশ্যই অবশ্যই নিয়ম কানুন বিস্তারিত পড়ে আবেদন করবেন।
৫। মাসিক বেতনঃ ইংরেজি/ Spoken English এ পারদর্শীগণ ১০,০০০/- হতে ১৫,০০০/-, গণিত/ বিজ্ঞান ও বাংলাতে পারদর্শীগণ ১০,০০০/- হতে ১২,০০০/- টাকা (নিয়োগপ্রাপ্ত হওয়ার পর পরবর্তী ছয় মাসের মধ্যে সফলভাবে দায়িত্ব পালন করতে পারলে অতিরিক্ত আর্থিক সুযোগ দেওয়া হবে)। বাংলাদেশের যে জায়গাতেই নিয়োগ হউক না কেন থাকা-খাওয়ার ব্যবস্থা প্রতিষ্ঠান থেকে করা হবে।
৬। কমপক্ষে ২ বৎসর কাজ করলে মাসিক জমাকৃত টাকার দ্বিগুণ ফেরৎ পাবে। (মাসিক প্রভিডেন্ট ফান্ড জমা ১০% অথবা আলোচনা সাপেক্ষে ১০০০/- থেকে ৩০০০/- পর্যন্ত)।
৭। শাহীন শিক্ষা পরিবার এর বাংলাদেশের যে কোন জেলায় সম্পূর্ণ বদলী ভিত্তিতে কাজ করতে আগ্রহী প্রার্থীরাই শুধুমাত্র আবেদন করবেন। তবে নিজ জেলা ব্যতীত নিকটবর্তী জেলায় নিয়োগ হতে পারে। উল্লেখ্য থাকে শাহীন শিক্ষা পরিবার অবস্থিত যে জেলাতেই নিয়োগ হোক না কেন, থাকা এবং খাওয়ার ব্যবস্থা প্রতিষ্ঠান হতেই করা হবে।
৮। ট্রেনিং এর সময়ঃ ২০ হতে ২৫ দিন। ট্রেনিং এর আগে অবশ্যই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ট্রেনিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে কোন প্রার্থী কাজ করতে অনাগ্রহ প্রকাশ করলে ট্রেনিংকালীন সময়ের যাবতীয় খরচাদি কর্তৃপক্ষকে প্রদান করতে হবে।
৯। ট্রেনিংকালীন থাকা-খাওয়া কর্তৃপক্ষ বহন করবে।
ওয়েবসাইটঃ www.shaheenschoolgopalganj.blogspot.com

পোড়ামাটির ফলক









21 February





স্বাধিনতা দিবস- ২৬ শে মার্চ

২৬শে মার্চ-


আবাসিক ভবন

 আবাসিক ভবন 

আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ

বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা 



খাবার তালিকা


উল্লেখযোগ্য দিকসমূহ